1. admin2@dailysmtv24.com : admin :
  2. admin@dailysmtv24.com : admin :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

ওমানে মাসব্যাপী ‘মাস্কাট নাইট’, শেষ হবে জানুয়ারি ৩১

চৌধুরী কায়েস
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৪২ Time View

।। এসএমটিভি, ওমান প্রতিনিধি ।।

ওমানের মাস্কাটে বারকা স্টীটের নাছিম গার্ডেনে মাসব্যাপী বাণিজ্যমেলা ‘মাস্কাট নাইট’ শুরু হয়েছে গত ডিসেম্বর’২৪ এর ১৬ তারিখ থেকে। মেলায় আগত দর্শনাথীদের চাহিদার কারণে আরো ১০ বাড়িয়ে মেলা শেষ হচ্ছে ৩১ জানুয়ারি ২০২৫ শে।

মেলার বৈশিষ্ট্য :
প্রতি বছরের ন্যায় এবারো এ মেলার আয়োজন করে মাস্কাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি। নাম দিয়েছে ‘মাস্কাট নাইট’। মেলায় বিভিন্ন দেশেরসহ ওমানের প্রত্যন্ত অঞ্চল থেকে আসে হরেক রকম আইটেমের দোকান, ওমানি খাবারের দোকানগুলোতে ভীড় থাকে চোখে পড়ার মতো বোখর মানে (ধূপের দোকান) ও আতরের চাহিদও অনেক ওমানিদের। এখানে পাওয়া যায় মেয়েদের আবায়া (বোরকা) যা বিভিন্ন দেশ থেকে আসে। রয়েছে সুন্দর সুন্দর জুয়েলারি সামগ্রী।

মেলার মূল আকর্ষণ :
বাচ্চাদের বিভিন্ন রাইট দিয়ে সাজানো হয়েছে পুরো গার্ডেন। অপরূপ আলোকসজ্জায় সাজানো হয়েছে মেলা। রাত হতেই আতশবাজিতে গার্ডেনের আশপাশসহ পুরো এলাকা আলোকিত হয়ে উঠে দীর্ঘসময় ধরে।

বিশেষ আকর্ষণ :
এরাবিক গান ও বাচ্চাদের সুন্দর কুইজ প্রতিযোগিতা দেখার মতো। কিছুক্ষণ পর পর ঘুরে ঘুরে এক ধরনের নৃত্যের সাথে গান করে আরবী শিল্পীরা।
বাচ্চাদের জন্য বিভিন্ন ক্যাটাগরীতে ভাগ করে করা হয়েছে গেইম জোন।

বাংলাদেশী স্টল :
মেলা ঘুরে অনেক বাঙালী স্টলগুলোতে দর্শনাথীর ভীড় দেখা যায়। যেখানে পাওয়া যাচ্ছে বেলুন, পপকন, চটপটি, জুস, হাওয়াই মিঠাইসহ বিভিন্ন প্রকার আইটেম। দামে কম হওয়ায় বিক্রি বেশি হচ্ছে জানালো বাংলাদেশী বিক্রেতা রবিউল হোসেন। সে প্রায় ৫ বছর ধরে এখানে দোকান নিয়ে বসছে।

টিকিটের মূল্য :
দুবছর বাচ্চার উপরে সকলের টিকিটের মূল্য রাখা হয়েছে ১ রিয়াল। যা বাংলাদেশি টাকায় ৩১৫ টাকা প্রায়। মেলার ভেতরে বাচ্চাদের যেসব রাইট রয়েছে বাংলাদেশি টাকায় ৩০০ টাকা থেকে ২০০০ টাকা।

যেসব দেশের দর্শনাথী মেলায় আসে :
ওমানি ছাড়াও কাজের কারণে যেসব লোক ওমানে অবস্থান করে যেমন : বাংলাদেশী, পাকিস্তানি, ভারতীয়, ফিলিপাইনি, মিশরী, শ্রীলংকান, ইরানি, ইয়ামেনি, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশ থেকে আগতরা মেলায় ভীড় করে প্রতিদিন।
দীর্ঘ প্রায় দশ বছরেরও অধিক সময় ধরে এ মেলার আয়োজন করে আসছে মাস্কাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি। শেষ হচ্ছে ৩১ জানুয়ারি।

লেখক : সাংবাদিক ও সংগঠক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss