প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৮:০৬ এ.এম
চকবাজার অলি খাঁ মসজিদের মোড়ে ম্যুরাল উদ্বোধন
এসএমটিভি প্রতিবেদক :
ছোটকাল থেকে এখানে বড় হয়েছি। অলি খাঁ মসজিদ চট্টগ্রামের ঐতিহ্য। এর ঐতিহাসিক পটভূমি রয়েছে। এ মসজিদকে স্মরণীয় করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ মসজিদ ৮০ থেকে ১০০ বছরের পুরাতন স্থাপনা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চকবাজারে অলি খাঁ মসজিদের মোড়ে ম্যুরাল উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন এ কথা বলেন। তিনি বলেন, অলি খাঁ মসজিদ শুধু চট্টগ্রামের মানুষকে নয়, বাংলাদেশের ১৬ কোটি মানুষকে আকর্ষণ করে। মানুষ যখনই চট্টগ্রামে আসে তারা এ মসজিদ দেখতে আসেন। আমি মনে করি চকবাজার মোড়ের এ ম্যুরাল মানুষকে আরও বেশি আকৃষ্ট করবে। চট্টগ্রামের সৌন্দর্যবর্ধনে এটা বিশাল ভূমিকা রাখবে।
তিনি বলেন, আমাদের রাজনৈতিক কালচার হয়ে গেছে, যে ক্ষমতায় আসে তার ম্যুরাল বানানো হয়। এটা আসলে স্থায়ী নয়। পরে যখন আরেক দল আসে তখন সেটা ভেঙে ফেলা হয়। এটা আমরা দেখেছি। আমি মনে করি, স্থানীয় প্রাচীন ঐতিহ্যগুলোই সংরক্ষণ করতে হবে। দল মত নির্বিশেষে যাতে কোনো প্রভাব না পড়ে।
এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, অলি খাঁ মসজিদের অনেক সংস্কার কাজ বাকি আছে। আমরা মনে করি, লিফট স্থাপন করতে হবে। এ কাজগুলো আমরা করে যাব।
Design And Develop By Coder Boss