শাকির হায়দার- ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ বাগদা ফার্মে তিন সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং গাইবান্ধা আইন কলেজের ছাত্র রাজাবিরাট সাঁওতাল পল্লীর ব্রিটিশ সরেণের বসতবাড়িতে চিহ্নিত ভূমিদস্যু কর্তৃক তাঁর মায়ের উপর হামলা ও বসতঘরে অগ্নিসংযোগে জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, সামাজিক সংগ্রাম পরিষদ, গাইবান্ধা ও ALRD আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
২৫ জানুয়ারি, শনিবার সকালে গাইবান্ধা নাট্য সংস্থার সম্মুখে আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, গাইবান্ধার আহ্বায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, গাইবান্ধা জেলা বারের সদস্য এ্যাড. মোহাম্মদ আলী প্রামানিক, এ্যাড. ফারুক কবির, এ্যাড. কুষলাশীস চক্রবর্তী, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ গাইবান্ধা শহর শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা, সদস্য সচিব কাজী আব্দুল খালেক, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে, সামাজিক সংগ্রাম পরিষদ শহর শাখার সদস্য সচিব হাসান মোর্শেদ দীপন, আদিবাসী ব্রিটিশ সরেন, জুলিয়াস সরেণ ও তৃষ্ণা মুর্মু প্রমুখ।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.