এসএমটিভি প্রতিবেদক :
থামছে না চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মার্ছা ট্রান্সপোর্ট লিঃ এর বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দৌরাত্ম্য। সময় বাঁচানোর অজুহাতে রাস্তায় উলটো দিকে গাড়ি চালালো যেন এ কোম্পানির বাস চালকদের বদভ্যাসে পরিণত হয়েছে।
সড়ক আইন অমান্য করে নামসর্বস্ব জরিমানা গুণে দায় সারছে চালকরা। হার হামেশা মার্ছা ট্রান্সপোর্ট মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের দানবীয় কায়দায় গাড়ি চালানো নিয়ে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। সড়ক আইন অমান্য করে ঠিক এমনই এক ঘটনার জন্ম দিয়েছে এ বেগতিক ট্রান্সপোর্ট।
২৫ জানুয়ারি আনুমানিক রাত দেরটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পেট্রোল পাম্পের সামনে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারকে বেপরোয়া গতিতে তেড়ে আসা কক্সাবাজারমুখি মার্ছা বাস একটি লরিকে ওভারটেক করে পিছনের বডি দিয়ে জোরসে ধাক্কা দিয়ে চম্পট দেয় ।
ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেট কারের স্টিয়ারিং এর অংশ। এতে প্রাইভেট কারের চালকসহ পিছনের আসনে বসে থাকা দুইজন গুরুতর আহত হয়। আহতদের পটিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও, উন্নত চিকিৎসার জন্য পরে তাদেরকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন চালকের আসনে থাকা সৈয়দ মোহাম্মদ ইমরান (৩০), পিছনের সিটে থাকা মোঃ ওসমান (৩২) ও মাসুম (২৭)।
গাছবাড়িয়া ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার রাত ১ টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া ফিলিং স্টেশন সামনে একটি চট্টগ্রামগামী সাদারঙের (চট্টমেট্রো-১৪-৪৩৯৩) প্রাইভেটকারকে কক্সবাজার মুখি এক মার্ছা বাস একটি লরি ও পার্কিং এ থাকা একটি ট্রাককে বেপরোয়া গতিতে ওভারটেক করে তার পিছনে বডির অংশ দিয়ে জোরসে প্রাইভেটকারে সম্মুখভাগে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাৎক্ষণিক ঘটনাস্থলে টিম পাঠিয়ে প্রাইভেট কারটি উদ্ধার করে ও অবৈধভাবে পার্কিং এ রাখা একটি ট্রাক জব্দ করে। তদন্ত সাপেক্ষে মারছা ও ট্রাকটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানা যায়।