নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের ৬ সহযোগী মো. আসিফ (২২), মো. হাসান (২০), মো. ফয়সাল (১৯), মো. আজিম উদ্দিন (২৩), মো. রিফাদ (১৯) ও মো. জুয়েল (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও খলিল শাহ মাজার সংলগ্ন ইউসুফের বাড়ির দ্বিতীয় তলার একটি রুমে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অপরাধ) মো. রইস উদ্দিন জানান, আসামিরা বায়েজিদসহ আশপাশের এলাকার বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের নেতৃত্বে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বিভিন্ন পথচারীর কাছ থেকে মোবাইল, টাকা পয়সা, ঘড়ি, এটিএম কার্ডসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল।
তিনি জানান, গ্রেপ্তার ৬ জন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার অভিযানের খবর পেয়ে আরো ৩ থেকে ৪ জন পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। গ্রেপ্তার আসিফ হচ্ছেন এই ৬ জনের দলনেতা। তার নেতৃত্বেই ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছিলো। গ্রেপ্তার ৬ জনের নির্দিষ্ট কোনো পেশা নেই। তারা ছিনতাই ও ডাকাতি করে থাকে। সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তার করতে নজরদারি রয়েছে, তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও খলিল শাহ মাজার সংলগ্ন ইউসুফের বাড়ির দ্বিতীয় তলার একটি রুমে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় একটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি), ৩টি হাসুয়া, ৬টি কিরিচি, ২টি চাইনিজ কুড়াল, ২টি কাটার, ১টি ড্রিল মেশিন, ৬টি অ্যানড্রয়েড মোবাইল, ৪টি বাটন মোবাইল, ১টি ইলেকট্রিক শট, ১টি মনিটর, ৩টি হাত ঘড়ি, ৮টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.