কালো যদি মন্দ হয়, পাকা চুল কেন কালো করো!
কালোর প্রশংসা যেমন উপন্যাসেই মানায়,
তেমন বাস্তবে কবি নিজেও শ্যামবতীর প্রেমে পড়ে!
আমি নারী, আমি সব রূপের অধিকারী, আমি যেমন অপ্সরা হয়ে উঠতে পারি তেমন কালো রঙের মায়ায় আমি আরো বহুরূপী হয়ে উঠতে পারি।
কৃষ্ণ গড়নে শ্যামাঙ্গিনী আমি
বিষন্নতার ছোঁয়ায় বিষাদিনী আমি।
রবিঠাকুরের কৃষ্ণকলি আমি
বিষাক্ত নীল হৃদয়ে নীলাম্বরী আমি।
বিষাদের মায়ায় অনুরাধা আমি।
পদ্মফুলের আবেশে কুমুদীনি আমি।
শ্যামল বিহঙ্গের টানে শ্যামকন্যা আমি
উন্মাদিনী আমি আত্মপ্রেমে
আমি মৃণালিনী, আমি হৈমন্তী
আমি শ্যামবর্ণা , আমিই রুক্ষ্মিণী।
"শেষের কবিতা"র অপূর্ণ ভালোবাসায় সিক্ত লাবণ্য আমি!
"দুর্গেশনন্দিনী"র কোমল রূপ তিলোত্তমা আমি!
গ্রামের চাঞ্চল্যতায় রৌদ্রজ্বল শ্যামল গড়নের দূর্গা আমি।
আমি নারী, আমি সব রূপের অধিকারী।
সংগ্রহীত।