নিজস্ব প্রতিবেদকঃ
কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান মুখপাত্র শেখ তিতুমীর আকাশ, জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল-(NOPC)
কেন্দ্রীয় কার্যনিবার্হী পরিষদ।
আমাকে "জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল-কেন্দ্রীয় কমিটি- SERVICE.NOPC. রেজিঃ নং এস ০১৩৭/১৯, NOPC কেন্দ্রীয় পরিষদের-সমবায় বিষয়ক সম্পাদক, সেই সাথে আরো অতিরিক্ত দায়িত্ব বৃহত্তম চট্রগ্রাম বিভাগীয় সম্মনয়ক (৪)। হিসেবে নির্বাচিত করে দায়িত্ব প্রদান করায়, জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল,র উপদেষ্ঠা ও সম্মনয়ক পরিষদকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল'র উপদেষ্ঠা ও সম্মনয়ক পরিষদের মঙ্গল কামনা করি।
আরো কৃতজ্ঞতা জানাচ্ছি, জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল কেন্দ্রিয় কমিটির কার্যনির্বাহী সহ সভাপতি প্রবীন সাংবাদিক সৈয়দ আবু মুসা এবং যুগ্ম সাধারন সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল কে।
আলেখ্য, জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল একটি সম্পূন (অ-রাজনৈতিক, বৈষম্যমুক্ত , সেচ্ছাসেবী, ডিজিটাল, ইউনিক, প্লাটফ্রম, যাহা তথ্য প্রযুক্তির যুগে অনলাইন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষে কাজ করে যাওয়ার অঙ্গিকারবদ্ধ গণমাধ্যমের মুখপাত্র প্রতিষ্ঠান।
মুলভিক্তি ও আর্দশঃ জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল একটি রাজনীতি মুক্ত সংবাদ মাধ্যমের মূলধারা পন্থি প্রতিষ্ঠান। এখানে সকল প্রকার সংবাদ মাধ্যম, সাংবাদিক, গণ্যমাধ্যম কর্মীদের অগ্রঅধিকার দেয়া হবে।
জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল'র উপদেষ্ঠা পরিষদ ও সম্মনয়ক পরিষদ বিশ্বাস করে যে গনমাধ্যম কর্মীদের অধিকার আদায়ের লক্ষে সঠিক নিয়ম ধারা মোতাবেক নেতৃত্বদান ও সাংগঠনিক নেতৃত্ব।