বুলবুল ভট্টাচার্য্য
২০২৪ সালের আগষ্টে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে সর্বাত্মক সহযোগী বন্ধু রাষ্ট্র পাকিস্তান। কিন্তু খুবই পরিতাপের বিষয় পাকিস্তান আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হওয়া সত্বেও আজ প্রায় ৫৩ বছর ধরেপাকিস্তানের
করাচিসহ বিভিন্ন এলাকায় প্রায় ৩৫/৪০ লাখ বাঙালি বসবাস করেন,যাদেরকে এখনো ওই দেশের নাগরিক হিসেবে স্বীকার করে না পাকিস্তান। তাদের নেই কোন জাতীয় পরিচয়পত্র।ফলে হাসপাতালে চিকিৎসা নেওয়া থেকে শুরু করে স্কুল কলেজে ভর্তি,চাকুরীসহ সর্ব ক্ষেত্রে বিড়ম্বনায় পড়েন তারা।খুবই মানবেতর জীবন যাপন করছেন এসব বাঙ্গালীরা।প্রজন্মের পর প্রজন্ম এমন বৈষম্যের শিকার এসব পাকিস্তানি বাংলাভাষীরা চান বাংলাদেশে উর্দুভাষীরা যেমন জাতীয় পরিচয়পত্র পেয়েছে,তাদেরও যেন একই সুবিধা দেয় পাকিস্তান সরকার। আশা করি অন্তরবর্তী সরকার ও পররাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।