নিজস্ব প্রতিবেদক :
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে সিএমপির জনসংযোগ শাখার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, নগরের ১৬ থানায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের মো. শামসুদ্দীন (৩৯), মো. সাহেদ (২৬), মো. মাহবুব আলম (৫২), আকবর হোসেন (২৩), মো. রমজান (১৯), মো. জাহিদুল ইসলাম সাকিব (২২), হৃদয় হাসান (১৯), মো. আব্বাস উদ্দিন (৩০), মো. জাকির হোসেন (২৫), তালহা জুবাইর (২৪), মেহেদী হাসান তুষার (২৬), আলমগীর বাদশা (৪২), মো. মামুন (৩৫), মো. মনির (৩৭) ও মো. ইমরান হোসেন (৪০) নামক ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.