নিজস্ব প্রতিবেদক :
পাঁচলাইশ থানার একটি ভবনের বাসার গৃহকর্তাকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টার ঘটনার সময় পুলিশ বিশেষ কৌশলে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বাড়ির মালিক ভিকটিম লোকমানকে উদ্ধার করেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, পাঁচলাইশ থানা পুলিশ, বিশেষায়িত সোয়াত ও ডিবি টিম ৯৯৯ সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানাধীন ওআর নিজাম রোডের আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের পাশের ভবনের দ্বিতীয় তলায় হোস্টেজ রেসকিউ অপারেশন পরিচালনা করে। এ সময় ডাকাত দলের সদস্য মো. বায়েজিদ শেখ (১৯) ও দলের নেতা মো. আকাশকে (২৫) গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগী আসামি ওই ভবনের মালী সাব্বির (১৯) ও সাবেক গৃহপরিচারক রিয়াদ (২০) পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।