1. admin2@dailysmtv24.com : admin :
  2. admin@dailysmtv24.com : admin :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

মিনারের ‘অর্থসহ কুরআন’ বিতরণ

Coder Boss
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০ Time View

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, আমাদের দেশের বাস্তবতা হলো নামাজ পড়ে অথচ অফিসে টাকার জন্য ফাইল আটকে রাখে। প্রকৃত ধর্মচর্চা করলে এমন হওয়ার কথা না। ‘আল কুরআন একাডেমি লন্ডন’ এর সৌজন্যে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ‘অর্থসহ কুরআন’ বিতরণ করেছে ‘মিনার’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়াম এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

মিনারের সদস্য মাসউদুর রহমান ফাহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিনারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, মিনারের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম।

প্রধান আলোচক ছিলেন আল কুরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ। অতিথি ছিলেন বায়তুশ শরফ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়্যেদ মুহাম্মদ আবু নোমান, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমদ আলী, পিএসসিজি শিক্ষাবিদ গবেষক ও কবি কর্নেল (অব.) আশরাফ আল দীন, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ডিরেক্টর মাওলানা নুরুল আমিন মাহদী, চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।

মাওলানা নুরুল আমিন মাহদী বলেন, কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয় এটা বুঝেও পড়তে হবে। কুরআন পৃথিবীর মানুষদের জীবন পরিবর্তন করতে এসেছে, যা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। সবাইকে কুরআনের অর্থ বুঝে তা জীবনে বাস্তবায়ন করতে হবে। কুরআন দিয়ে সমাজের পরিবর্তন আসবে আর সেই ধারায় মিনার আজ এ অনুষ্ঠান আয়োজন করেছে।
ড. মুনির উদ্দিন আহমদ বলেন, কুরআনের সঙ্গে যারাই সম্পৃক্ত ছিল তারাই শ্রেষ্ঠ হয়েছে। আগামীদিনে এ জাতির পরিবর্তনের জন্য তোমাদের হাতে একটি অস্ত্র প্রয়োজন, সেই অস্ত্রের নাম কুরআন। এ কুরআনকে তোমাদের হাতে দিয়ে তোমাদের ওপর একটি দায়িত্ব দিয়ে যাচ্ছি। এ কুরআন দিয়ে তোমরা এদেশের ভাগ্য পরিবর্তন করে দেবে।
মিনারের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম বলেন, গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাকটিভ রমাদান নামে একটা প্রোগ্রামে ছাত্রলীগ কর্তৃক হামলার স্বীকার হন শিক্ষার্থীরা। বর্তমানে এ ধরনের আয়োজনে হামলার কোনো আশঙ্কা নেই। মিনার আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসবে তবে আমাদের একার পক্ষে সেটা পৌঁছানো সম্ভব নয়। আপনাদের প্রচেষ্টা ও সহযোগিতা থাকতে হবে।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর আমি অনেক অনুষ্ঠানে গেছি, কিন্তু আজকের প্রোগ্রামটা আমার কাছে সবচেয়ে মূল্যবান। মানুষের জীবন পরিবর্তন করতে রাসূল (স.) এর ওপর কুরআন নাজিল করা হয়েছে। ইসলাম সবচেয়ে উদার ধর্ম। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য বোঝার জন্য আল্লাহতায়ালা আমাদের জন্য কোরআন পাঠিয়েছেন। আজ কুরআন বিতরণ হবে এটা শুধু বাসায় রেখে দেবেন না। কুরআন পড়ে মানুষের মাঝে তা পৌঁছে দেবেন।
চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, কোনো ধর্মের প্রতি আমাদের বিদ্বেষ নেই, সব ধর্মের মর্যাদা সমান। আপনাদের কুরআন দেওয়া হয় তা ঘরে সাজিয়ে রাখেন। এটা না করে কুরআন পড়ে এর মর্ম ছড়িয়ে দেওয়া উচিত। নৈতিকতা উন্নত হলে সমাজে বিশৃঙ্খলা থাকবে না। এখন হলগুলোতে দখলদারিত্বের অবসান হয়েছে। ক্যাম্পাসে সব ধর্ম বাধাহীনভাবে পালন করতে পারছে। ইসলাম এমন ধর্ম যেখানে সব ধর্ম নিরাপদে থাকে। আমাদের ধর্ম সবচেয়ে বেশি কল্যাণময়।
অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের বলেন, এই কুরআনকে বাসায় রেখে না দিয়ে বুকে ধারণ করতে হবে। এতেই সমাজের সব অসমতা দূর হয়ে যাবে। একমাত্র কুরআনই পারে সমাজকে আলোকিত করতে। এটি এমন একটি গ্রন্থ যাতে কোনো ভুল নেই। পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত কোনো বিজ্ঞানী, নৃবিজ্ঞানী, সাহিত্যিকরা এতে কোনো ভুল খুঁজে পায়নি। কুরআন অনুযায়ী সমাজ গঠনের কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss