নিজস্ব প্রতিবেদক :
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব তাঁতি পাড়া এলাকায় টিকটক করা নিয়ে ঝগড়ার পর ছুরিকাঘাতে মুবিনুল হক মুমিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মুমিন ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নালারকুল মুন্সিপাড়ার মৃত মোজাম্মেল হকের পুত্র ও পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় গুরতর আহত হয়েছে একই এলাকার রহমত উল্লাহর পুত্র মো. মুকিত উদ্দিন (১৭)।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. রীতিপূর্ণা হৈমন্তিকা দাশ গুপ্তা জানান, রাত ১০টার দিকে ছুরিকাঘাতে নিহত এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
জানা যায়, সন্ধ্যায় দুই বন্ধু পূর্ব তাঁতি পাড়া শাহ্ ইমাম বাড়ি মসজিদের বার্ষিক সভায় যায়। সেখানে ভাসমান দোকানে টিকটক করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে আরেক পক্ষ পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মুকিতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও মুমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।