নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় মেঘনা নদীতে ইলিশের জালে ধরা পড়েছে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ। যেটির দাম উঠেছে ৪৬ হাজার টাকা। রবিবার সন্ধ্যায় কালু মাঝির জালে মাছটি ধরা পড়ে। প্রথমবার এতো বড় মাছ পেয়ে আনন্দিত তিনি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, শাপলা পাতা মূলত সামুদ্রিক মাছ। এটি সাগরে থাকে। মাঝেমধ্যে নদীর উপকূলেও আসে। মেঘনায় এই শাপলা পাতা মাছ রয়েছে। প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে। তবে ৮৪ কেজি ওজনের শাপলা পাতা মাছ এ এলাকায় এই প্রথম ধরা পড়েছে।
কমলনগর উপজেলার পাটওয়ারীর হাট মাছ ঘাটের আড়ৎদার মোহাম্মদ লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, রবিবার সন্ধ্যায় তার আড়তেই মাছটি আনা হয়।
লিটন বলেন, রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় ইলিশ শিকারের জন্য নদীতে কালু মাঝি জাল ফেলে। এতে বিশাল আকৃতির শাপলা পাতা মাছ ধরা পড়ে। পরে নৌকায় থাকা সকল জেলে জাল টেনে মাছটিকে তুলে নেয়। সেখান থেকে পাটওয়ারীর হাট ঘাটে এনে মাছটি ডাকে ওঠানো হয়। ৪৬ হাজার টাকা পর্যন্ত মাছটির দাম ওঠে। কিন্তু পরে সবার অনুরোধে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে।
তিনি আরো বলেন, এই প্রথম কালু মাঝির জালে এতো বড় মাছ উঠেছে। এতে কালুসহ সব জেলেই খুশি। একটি বাঁশে বেঁধে কাঁধে করে তারা কয়েকজনে মাছটি ঘাটে নিয়ে আসে।
কালু মাঝি বলেন, প্রথমে জাল তুলতে অনেক কষ্ট হয়েছে। পাশাপাশি ভয়ও পেয়েছি। পরে সবাই মিলে জাল তুলে দেখতে পাই বিরাট আকারের শাপলা পাতা মাছ। অনেক খুশি হয়েছি। ঘাটে মাছটি বিক্রি করতে গেলে ৪৬ হাজার টাকা দাম ওঠে। পরে সবার অনুরোধে মাছটি কেটে বিক্রি করি।