নিজস্ব প্রতিবেদক :
নগরের বলুয়ার দিঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনিতে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও ৩ জন চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ভোর ৬টা ৪২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কলোনির পাঁচটি কাঁচা ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় মো. ইলিয়াছ (৫০) ও পারভিন আক্তারের (৪৫)। এছাড়া মো. ফয়সাল (১৯), মো. সোহান (১৯) ও শাহীনা আক্তারকে (২৩) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মো. রফিক উদ্দিন আহমেদ জানান, হতাহতদের শরীর পুড়ে যায়নি। তবে ধোঁয়ায় তিনজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এছাড়া দুইজনকে মৃত অবস্থায় আনা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.