বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, চবি :
গত ৫ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের ‘নৌকা প্রতীক’ ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙতে গেলে হলটির নারী শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিবাদে জড়ানো ছাত্রছাত্রীদের সংবরণ করতে এসে এক ছাত্রীর দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর অধ্যাপক ড. কুরবান আলী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ছাত্রী চবির আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের আফসানা এনায়েত এমি। গত ৫ ফেব্রুয়ারি রাতে চবির শেখ হাসিনা হলের সামনে এ ঘটনা ঘটে। একই দিন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন সাংবাদিকও ছাত্রীদের হামলার শিকার হন।
এ সময় হলের নারী শিক্ষার্থী ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিবাদে জড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলীর গায়ে হাত তোলেন শেখ হাসিনা হলের শিক্ষার্থী আফসানা এনায়েত এমি। একই সময় চবির একজন সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেন তারা। এ ছাড়া আরেক সাংবাদিকের গায়েও হাত তোলেন হলটির ছাত্রীরা।
এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলী বলেন, আমরা সেদিন দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনা হলে গিয়েছিলাম। আমরা তো কারো শত্রু না। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে জন্য হলের ছাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা আমাদের কথা শুনতে রাজি ছিল না। এর একপর্যায়ে আফসানা এনায়েত ইমি নামের এক শিক্ষার্থী আমার শরীরে আঘাত করে। বিষয়টি খুবই দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে সেই প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ঘটনায় প্রতিবাদ ও শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে চবি ছাত্রশিবির। এ ছাড়া চবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ১১ ফেব্রুয়ারি রাত ৮টায় একটি বিক্ষোভ মিছিল করেছেন। পাশাপাশি আগামীকাল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
অভিযুক্ত আফসানা এনায়েত এমির সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.