বেশি বেশি করে ভালবাসুন আপনার স্ত্রী / স্বামী কে। পাবলিক প্লেসে দেখবেন স্বামী তার স্ত্রীর হাত ধরে রেখেছে। আহা, আল্লাহর পর মনে হচ্ছে দুনিয়াতে আরেকজন আছে বাবার পর যে কিনা অনুভব করছে আমি নিরাপদ।
আল্লাহর ঘর যারা তোয়াফ করেছেন প্রথমবার, স্বামী তার স্ত্রীর হাত কিংবা কাপড় হাত দিয়ে আকঁড়ে ধরে রাখে যেন ভীরের মাঝে হারিয়ে না যায়। কি অসাধারণ অনুভূতি। সত্যিকার ভালবাসাতেই এমন হয়।
যে স্ত্রী বলে আমার স্বামীর সাথে কখনোই ঝগড়া হয়নি, বুঝবেন উনাদের মাঝে প্রেম ভালবাসা নেই। যেহেতু কেউ কাউকে নিয়ে মাথা ঘামায়না, সেহেতু তাদের মাঝে কোনো রকম কথাই হয়না। কথা হলেই না ঝগড়া, মান অভিমান। কী বলেন?
দিন শেষে স্বামী স্ত্রী। সব সম্পর্ক দূরে সরে যায়। কিন্তু এরা দু'জন একই ছাদের নীচে থেকে যায়। প্রেম, ভালবাসা, স্নেহ, মায়া আর শ্রদ্ধার বন্ধনে। ক্লান্ত শরীরে দু'জন পাশাপাশি কখন যে রাত পার করে দিনের আলো দেখে, নিজেরাই জানে না। এই ভাবে ৩০/ ৪০/ ৫০ বা তার উর্ধ্বে বছর পার করে দেয় এক সাথে।
বেশি বেশি করে ভালবাসুন। এক সাথে হাসুন এক সাথে কাঁদুন।
আল্লাহ তা দেখে খুশি হোন।
লেখক : শিক্ষাবিদ।