প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৭:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৬:১৬ এ.এম
আবদুল্লাহ মজুমদার -এর কবিতা
জুডিসিয়াল মার্ডার
বিচারপতির কলম থেকে
বেরিয় আসা রায়ের আপিল চলছে-
সাথে চলছে আইনজীবীর জিজ্ঞাসাবাদ...
সর্বোচ্চ আদালতে যাবে-আসামিপক্ষের আইনজীবী
মুচকাসক্ত'কে প্রত্যক্ষদর্শী বানিয়ে
প্রমাণের জেরে- মৃত্যুদণ্ডের রায়!
- কী চমৎকার!
ঠিক-ই তো, আদালত সাক্ষী চায়। প্রমাণ চায়।
পৃথিবীর শ্রেষ্ঠ আদালত বিবেক,
কোন্ গাধা যে বলেছিলো?
অথচ
পৃথিবীর শতাধিক রাষ্ট্রে, মৃত্যুদণ্ডের বিধান নেই।
যেমন কারাগার নেই নেদারল্যান্ডে। আবার
কোনো কোনো রাষ্ট্রে ক্ষমতার দাপটে,
জুডিসিয়াল মার্ডারও হয়!
*****
উন্নয়ন
রোজ ঘুম ভেঙে
সেলফোনে দেখি উন্নয়নের ম্যাসেজ।
ম্যাসেজ পড়তে পড়তে রান্নাঘর থেকে
গিন্নির উচ্চস্বরে আওয়াজ। কানে আসে---
কানে আসে-- "ঘরে এটা নাই, ওটা নাই
আর, আমার নবাবজাদা আছে মোবাইল নিয়ে...."
"পেটে ভাত না থাকলে, উন্নয়ন দিয়ে কী হবে?
চাল-ডাল-তেলের বাজারে আগুন
সবজি কেনারও মুরোদ নেই। "
যাও- বাজারে গিয়ে এসব নিয়ে আসো।
মোবাইল দেখলে কী আর পেট ভরবে??
সম্বিৎ ফিরে এলে-
বাজারের ব্যাগ হাতে মানিব্যাগের দিকে তাকিয়ে
গিন্নিকে আস্তে করে বলি,
আজ একটু তাড়া আছে গো। ঘরে যা আছে,
তা নিয়ে কী
আজকের দিনটা চালিয়ে দেওয়া যায় না?
*****
বাবু খাইছো
কিছু কিছু শব্দ এসে যন্ত্রণা দেয় কানে
শুনতে শুনতে শব্দগুলো সুড়সুড়ি দেয় রানে
এসব শব্দে চলে জীবন নিত্য দিনের গীতে
গ্রীষ্মের গান গাইতো তাই বর্ষা থেকে শীতে!
ঋতু আসে ঋতু যায় শব্দরা সব বন্দি
নতুন শব্দ এসে তাদের সাথে করে ফন্দি
'"বাবু খাইছো"- এমন কথা মার্কেটে সয়লাব
আমিও অধম তাদের দলে জমাই পেলে ভাব!!
লেখক: সাহিত্য সম্পাদক, দৈনিক আমাদের চট্টগ্রাম
Design And Develop By Coder Boss