1. admin2@dailysmtv24.com : admin :
  2. admin@dailysmtv24.com : admin :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

কুখ্যাত মাদক ব্যবসায়ীর সাংবাদিকের এর উপরে হামলা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬ Time View

 

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মুগদা থানা সাবেক ৬ নং ছাত্রদলের সাধারণ সম্পাদক বর্তমান ৭১ নং ওয়ার্ডের যুবদলের ক্যান্ডিডেট কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি সাইফুল ইসলাম।
১৮ /২/২০০২৫ ইং দিবাগত রাতে মান্ডা প্রথম গলির কুখ্যাত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম মাদক বিক্রি করার সময় মাদক সেবনকারীর সাথে হাতাহাতি হয় এই সংবাদ পেয়ে প্রিয়া চৌধুরী দৈনিক আমাদের মাতৃভূমির পত্রিকার সাংবাদিক ঘটনাস্থলে চলে আসেন এবং এ সময় তিনি নিউজ সংগ্রহ করতে গেলে তার উপর মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গ সহ হামলা করে সাংবাদিক প্রিয়া চৌধুরীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছয় হাজার সাতশত টাকা ৬,৭০০ ও তার গলায় থাকা আট আনার সোনার চেইন সাইফুল ইসলাম ছিনিয়ে নিয়ে যায় তার মাথায় আঘাত করে সাইফুল ইসলাম সে দীর্ঘদিন যাবত মান্ডা প্রথম গলিতে মাদক সম্রাজ্য করে আসছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে কুখ্যাত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম মুগদা থানা সাবেক ছাত্রদলের সভাপতি আল মামুন পান্নার ছত্রছায়ায় ব্যবসা করে আসছে এবং বিভিন্ন নেতাকর্মীদের বিশেষ করে। হাবিবুর রশিদ হাবিব ভাই ও মুগদা থানার সাবেক ছাত্রদলের সভাপতি আল মামুন পান্না নাম বলে অপকর্ম করে এবং সে এটা ও বলে হাবিবুর রশিদ হাবিব আল মামুন পান্না ভাইয়ের উনারা নাকি ডান হাত তিনি ক্ষিপ্ত হয়ে আরো বলেন সাংবাদিক এবং পুলিশ তার পকেটে থাকে তোর মতো সাংবাদিক আমার কিছু করতে পারবে অতএব তোর নিউজ বন্ধ রাখবি তা না হলে তোকে জানে মেরে ফেলবো তোর লাশ খুঁজে পাবে না কেউ হুমকির মুখে সাংবাদিক প্রিয়া চৌধুরী এই মাদক ব্যবসায়ী সাইফুল বিভিন্ন সময় এলাকায় প্রকাশ্যে দেশি অস্ত্র নিয়ে তার বাহিনী সহ মহড়া দিয়েন থাকে এই মাদক ব্যবসায়ী সাইফুলের দ্রুত গন্তব্য কোথায় কারা এই মাদকের গডফাদার কে এই নেতা যার ফুল পাওয়ার নিয়ে একটা পর একটা। অবৈধ কার্যকলাপ এলাকা বিভ্রান্ত করে আসছে আজ সাংবাদিকে হেনস্তা করেছে কাল যে যেসব তেলবাজি নেতার এই গ্যাং লালন পালন করে তাদের ডান হাত বানিয়ে রেখেছে তার কারনে যে কোন সাধারণ মানুষের খতি হবে না কে বলতে পারে এই মাদক ব্যবসায়ীকে। দ্রুত আইনের আয়তায় নেওয়া হোক। এরা জাতির শত্রু, এরা দশের শত্রু, এরা সমাজের কলঙ্ক, এরা স্বাধীন বাংলাদেশের জনগণের শত্রু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss