স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা সদর উপজেলার নুনেখোলা গ্রামে এক নারী তার তিন মাস বয়সী কন্যাশিশুকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। এসময় তার মা হোসনেয়ারা বেগম (৬৫) ঘটনাটি দেখে ফেলায় তাকেও লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এই ভয়াবহ জোড়া হত্যাকাণ্ড ঘটে। শান্তা (২৫) নামের ওই নারীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, শান্তা প্রথমে তার মেয়ে আশরাফীকে চুলার আগুনে ফেলে পুড়িয়ে হত্যা করেন। মা হোসনেয়ারা বাধা দিতে গেলে শান্তা তাকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন। এরপর শান্তা পাশের বাড়িতে গিয়ে জানান, তিনি তার মেয়ে ও মাকে হত্যা করেছেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শিললুর রহমান ঘটনাস্থলে গিয়ে শান্তাকে আটক করেন এবং মরদেহ দুটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার নুনগোলা গ্রামে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে। আসামি শান্তা (২৫), যিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে, তার তিন মাস বয়সী মেয়ে আশরাফীকে চুলার মধ্যে ফেলে পুড়িয়ে হত্যা করেন। ঘটনাটি দেখে ফেলায় তার মা হোসনে আরা বেগমকেও লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আসামিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয় জানিয়ে ওসি বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.