নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে নগরীর রাহাত্তারপুল এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সক্রিয় ১০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-মো.ওসমান গনি (২৫), মো.দেলোয়ার হোসেন (২৫), মো.আরমান (৩১), মো.ইব্রাহিম (২৯), মো.রাজু (২৯), বিজয় বড়ুয়া (২৩), মো.আজগর আলী (২১), মো.ইমরান হোসেন বাপ্পী (২১), মো.সুমন (২৮) ও মো.কবির (৪২)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব উদ্দিন জানান, নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এক কিলোমিটার রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সক্রিয় ১০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।