দুই পয়সার আলতা ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন।এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শাবানা, রাজ্জাক, নূতন, আনোয়ারা, প্রবীর মিত্র প্রমুখ। ছায়াছবিটি ৪টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। চলচ্চিত্রটির দুইটি কপি এখনো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমা আছে। এই ছবিতে শাবানা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
দুই পয়সার আলতা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী।(আমার প্রতিবেশি এবং যার ফুল ফ্যামিলির সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে) গানের কথা লিখেছেন আমজাদ হোসেন, নজরুল ইসলাম বাবু ও আলাউদ্দিন আলী। গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, মিতালী মুখার্জি, আলাউদ্দিন আলী, ও রুনা লায়লা। মিতালী মুখার্জির অনুরোধে আলাউদ্দিন আলী “এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই” গানটি লিখেন এবং রেকর্ড করেন। গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারের পর জনপ্রিয় হয়। পরিচালক আমজাদ হোসেন এই ছায়াছবির একটা দৃশ্যের সাথে এই গানটি মিলে যাওয়ায় এই গানটি ব্যবহার করতে চান। আলাউদ্দিন আলী তাকে সম্মতি দেন। এছাড়াও সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠে “এমনতো প্রেম হয়” গানটি বেশ জনপ্রিয় হয়।মিতালী মুখার্জি “এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই” গানটির জন্য ১৯৮২ সালে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
আমি ১৯৮২ সালে ঢাকার জোনাকি হলে দুই পয়সার আলতা সিনেমা দেখি। আসলে আমজাদ হোসেন একজন লিজেন্ড আর তার সব ছবিই মাস্টারপিস।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.