চট্টগ্রাম প্রতিনিধি- মোঃ আবদুল আলী : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার কার্যকরী পরিষদ ও ওয়ার্ড দায়িত্বশীলদের সন্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন- মাহে রমজান ইবাদত ও সহমর্মিতার মাস। কিন্তু রমজানের এই পবিত্র মাসে দোকান কর্মচারীদের ওপর মাত্রাতিরিক্ত কাজের চাপ চলে আসে। ফলে তারা স্বাভাবিক ও মৌলিক ইবাদত-বন্দেগি করার সুযোগ থেকেও বঞ্চিত হয়। জুমাবারের ছুটি বাতিল হওয়ার কারণে অন্তত একবার মা-বাবা ও পরিবার-পরিজনের সাথে ইফতারও তারা করতে পারেন না। এসব অসহনীয় অবস্থার পরিবর্তন হওয়া জরুরি। দোকান কর্মচারীদের পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবির সুযোগ দিতে হবে। রমজানে অন্তত প্রথম জুমাবার ছুটি রাখতে হবে। ২০ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করতে হবে। রমজানে অতিরিক্ত খাটুনি ও কর্মঘণ্টার জন্য উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। হকারদের ওপর চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করতে হবে। সর্বোপরি শ্রমিক, কর্মচারী ও হকারদের প্রতি মানবিক আচরণ করুন। তাদের ন্যায্য অধিকার প্রদান করুন।
কোতোয়ালি থানা সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আরও বক্তব্য রাখেন কোতোয়ালি থানা সহ-সভাপতি শহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ রহমতউল্লাহ, অফিস সম্পাদক আব্দুল মান্নান কুতুবি, প্রচার সম্পাদক মাঈন উদ্দীন সোহেল প্রমুখ।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.