গাইবান্ধা প্রতিনিধি- আনন্দ আয়োজনের মধ্য দিয়ে দ্যা ডেইলি আর্থ পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে গাইবান্ধার সাপ্তাহিক অবিরাম পত্রিকার হলরুম কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
একাত্তর টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি শামীম আল সাম্যের সঞ্চালনা ও গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাকছুদার রহমান সাহান, প্রবীণ সাংবাদিক কে এম রেজাউল, আসাদুল্লাহ মিতা, সাপ্তাহিক অবিরাম পত্রিকার প্রকাশক ও সম্পাদক হারুন-অর-রশিদ বাদল, আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান রাজু, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি আতিক বাবু, চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি ফারহান শেখ, কবি, সাহিত্যিক ও সাংবাদিক রফিক উদ্দিন আহমেদ ডিজু, দ্যা ডেইলি আর্থ পত্রিকার জেলা প্রতিনিধি শাকির হায়দার। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার শাহাদাত হোসেন, দৈনিক মাতৃছায়া পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল রহমান জনি, দৈনিক গাইবান্ধার বুকে পত্রিকার প্রকাশক ও সম্পাদক শামসুজ্জোহা, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক উত্তম কুমার, বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসান বাবু, কালের চিঠি পত্রিকার বার্তা সম্পাদক শামসুর রহমান হৃদয়, দৈনিক আজকালের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আলী রেজা প্রমুখ।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.