“কিডনী সচেতনতা ও আধুনিক চিকিৎসা সেবার মাধ্যমে দরিদ্র কিডনি রোগীদের কল্যাণে কাজ করে যাবে কিডনি রোগী কল্যাণ সংস্থা” – ওয়াহিদ মালেক
চট্টগ্রাম প্রতিনিধি- মোঃ আবদুল আলী : “কিডনী সচেতনতা ও আধুনিক চিকিৎসা সেবার মাধ্যমে দরিদ্র কিডনি রোগীদের কল্যাণে কাজ করে যাবে কিডনি রোগী কল্যাণ সংস্থা”
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ও কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি ওয়াহিদ মালেক উপরোক্ত মন্তব্য করেন। মরহুম সাংবাদিক জাহেদূল হক প্রতিষ্ঠিত সংস্থাটির উদ্যোগে ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টায় বিশ্ব কিডনি দিবস- ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত¡রে অনুষ্ঠিত হয়। এই বছরে দিবসটির মূল প্রতিপাদ্য হলো- “আপনার কিডনি কি সুস্থ? তাড়াতাড়ি খুঁজে বের করুন, কিডনির স্বাস্থ্য রক্ষা করুন”। কিডনি রোগী কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক- মোঃ হোসেন এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ও কিডনি রোগী কল্যাণ সংস্থার সম্মানীত সভাপতি ওয়াহিদ মালেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ এবং কিডনি রোগী কল্যাণ সংস্থার সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর মহাসচিব এডভোকেট জিয়া হাবিব আহসান। বিশ্ব কিডনি দিবসের র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব ওয়াহিদ মালেক আরো বলেন, দেশে কিডনি রোগের উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকলেও তা অত্যান্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তাই প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা খুবই জরুরী। সভায় বক্তাগণ বলেন, কিডনি মানবদেহের একটি অপরিহার্য অঙ্গ। কিডনি রোগের দুষ্প্রাপ্য, ব্যয়বহুল চিকিৎসায় ভুক্তভোগী এবং নির্মম বাস্তবতার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত হতদরিদ্র কিডনি-রোগী ও ভুক্তভোগী পরিবারের বুকফাটা বোবাকান্না ও নির্মম কষ্টের আওয়াজ সরকার, সামর্থ্যবান ও মানবিক সমাজে ছড়িয়ে দিয়ে সর্বজনীন সহযোগিতা ও উদ্যোগের মাধ্যমে জীবন রক্ষার প্রয়োজন। তিনি বলেন, ৬৮ হাজার গ্রামবাংলার অগণিত হতদরিদ্র কিডনি রোগী চিকিৎসা বঞ্চিত হয়ে অকাল মৃত্যুবরণ করছে। অপরদিকে সীমিত সাধ্যের গুটিকয়েক কিডনি রোগীর ডায়ালাইসিস অর্থাভাবে মাঝপথে বন্ধের কারণে ব্যাপক হারে কিডনি রোগীর মৃত্যু আমাদের ভাবিয়ে তুলেছে। কোনো একক ব্যক্তি বা পরিবারের পক্ষে কিডনি রোগের ব্যয়বহুল চিকিৎসা সামাল দেয়া সম্ভব নয়। কিডনী সচেতনতা ও আধুনিক চিকিৎসা সেবার মাধ্যমে কিডনি রোগীর কল্যাণে কাজ করে যাবে কিডনি রোগী কল্যাণ সংস্থা। বিশিষ্ট মানবাধিকার কর্মী এডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, ক্রমবর্ধমান কিডনি রোগী ও মৃত্যুর হার কমাতে প্রয়োজন রাষ্ট্রের যথোপযুক্ত পদক্ষেপ ও মানবিক সমাজের সহযোগিতা। বিশ্ব কিডনি দিবস-২০২৫ উপলক্ষে দেশের ৩ কোটি ৮০ লাখের অধিক কিডনি রোগীর দাবি ও প্রত্যাশা পূরণে চিকিৎসক, হাসপাতাল, ক্লিনিক, ল্যাব ও অক্সিজেন ব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স সার্ভিস, ন্যায্যমূল্যে ডায়ালাইসিস, ঔষধসহ সমন্বিত প্রচেষ্টায় কিডনি-রোগীদের চিকিৎসার সু-ব্যবস্থা মূল উদ্দেশ্য। লক্ষ্য অর্জনে স্বাস্থ্যবিষয়ক দপ্তর, এনজিও, মানবিক সংগঠন, ব্যক্তি-প্রতিষ্ঠান ও দেশ-বিদেশের সহযোগিতায় রোগীদের বিড়ম্বনামুক্ত সাশ্রয়ী মূল্যে, বিনা মূল্যে চিকিৎসার সু-ব্যবস্থার মাধ্যমে জীবন রক্ষার এক অদম্য প্রত্যয় নিয়ে কাজ করে আসছে চট্টগ্রামে “কিডনি রোগী কল্যাণ সংস্থা”। মূলত জীবন রক্ষার জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও মানবিক সহযোগিতা। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বর্তমানে সাধারণ এবং জটিল কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। আক্রান্ত রোগীর সংখ্যা কমানোর জন্য স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই।
বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে অংশ গ্রহন করেন কিডনি রোগী কল্যাণ সংস্থার সহ- সাধারণ সম্পাদক মোঃ আরিফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- সৈয়দ আবু মূসা, প্রচার সম্পাদক- মুহাম্মদ ওবায়দুল হক-মনি, কার্যনির্বাহী সদস্য মোঃ আলমগীর, স্বাস্থ্য সেবা ও রোগী কল্যাণ কে-অডিনেটর- এম. এ মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- এস. এম কামরুল ইসলাম, ঢাকা উপ-কমিটির সহ পরিচালক- মোঃ ইব্রাহীম, প্রবাসী উপ কমিটির সহ পরিচালক- সরোয়ার কামাল, জিয়াউল হাসান নিজাম ভুঁইয়া, মোঃ নুরুন নবী মিয়া, মোঃ নজরুল ইসলাম শুকরিয়া, হাফেজ আমান উল্লাহ দৌলত, মোঃ শাহেদ সহেল চৌধুরী, আহসান উদ্দীন সাদেক, মোঃ মোকামেল হক খান, মোঃ আমির হোসেন, শাহজান মির্জা, হামিম মিল্লাত, আখতার উদ্দিন মোঃ ফয়সাল, মোঃ আবদুল আলী, হৃদয় বড়–য়া, ফিরোজ আহমেদ, এইচ এম হাশেম, মোঃ সাইফুল আজম চোটন, মোঃ খোরশেদ আলম, মোঃ ওসমান, মোঃ জাহিদুল ইসলাম, সৈয়দ আমিনুল ইসলাম ও ফাহিম ফয়সাল প্রমুখ।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.