সৌদিআরব প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম সমিতি জেদ্দা এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বন্দর নগরী জেদ্দার আল নাগবা হোটেলে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত কনস্যুলেটের কাউন্সিল এস এম সায়েম।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত ও দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করেন করেন মাওলানা আছাব উদ্দিন, এর পর আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও কোরআন শরীফ হাতে তুলে দেন আগত অতিথিররা।
সভায় বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ আয়ুব, উপদেষ্টা কামাল উদ্দীন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার লিয়াখত আলী, উপদেষ্টা ইলিয়াছ, মার্শাল কবির পান্নু, উপদেষ্টা জহিরুল ইসলাম হিরো, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সিনিয়র যুগ্ন সম্পাদক ইনভেস্টর নাঈম উদ্দিন, যুগ্ন সম্পাদক ও সদস্য সচিব মোহাম্মদ ইদ্রিস, মামুন তাজ ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ ফিরোজ সহ প্রমুখ।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জাহেদ ইসলাম, ইনভেস্টর মোহাম্মদ ইকবাল, ইনভেস্টর আব্দুল কাদের, হাসান মুরাদ, মোহাম্মদ শাহেদ আলম, মিজানুর রহমান, মোহাম্মদ আলমগীর, বেলায়েত হোসেন, রফিকুল হক চৌধুরীরী, মাহাবুবুল আলম সুমন, ফয়েস আহমেদ, শেখ ইসমাইল, মনির আহমেদ, ওয়াহিদুন্নবী, মামুনুল হক গোল্ডেন, নুরুল আলম মুরাদ, আবু তাহের, কমর উদ্দীন, জামাল উদ্দিন, সীহাব উদ্দীন, কামাল উদ্দীন সহ আরও অনেকেই।
এতে হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশী কমিউনিটি, সাংবাদিক, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলর এস এম সায়েম বলেন, পরিশ্রমের দিক থেকে সৌদিআরবের সুনাম কুড়িয়েছে বাংলাদেশিরা, তবে কিছু দালালের কারণে মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। এইছাড়াও প্রবাসীদের সৌদিআরবের আইন শৃঙ্খলার মেনে চলার জন্য পরামর্শ দেন তিনি।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.