অপেক্ষায় ছিলাম লেখকের হাত থেকে " সালিসী আইনের চর্চা ও পদ্ধতি " শীর্ষক মূল্যবান বইটি সংগ্রহ করতে। আলহামদুলিল্লাহ লেখকের মনে জানা হয়ে গেলো আর ভালোবাসার নিদর্শনটা চেম্বারে এসে দিয়ে গেলেন বিশিষ্ট লেখক,গবেষক, আইনবিদ,চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশন এর সাবেক এ জি এস Kashem Kamal Adv bhi.শালিশী আইনের ওপর একটি চমৎকার প্রকাশনা, যা আমাদের আইন চর্চার জগতকে নি:সন্দেহে সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ। সালিশ এ-র নামে যত অনিয়ম,কুসংস্কার, ভ্রান্ত ধারনা জোর জুলুমের অবসান কল্পে বইটি সমাজ সচেতন যে কোন ব্যাক্তির সংগ্রহে থাকা উচিত মনে করি। যে কোন বিরোধ নিরসনে শালিশী ব্যবস্থা খুবই চমৎকার পদ্ধতি। যা না জানার কারনে আদালতে মামলার জট বাড়ছে। গ্রাম্য আদালতেও কোন বিরোধের সূরাহা হচ্ছে না।বর্তমান সময়ে গ্রামীন সালিশ,ডেভেলপমেন্ট বা রিয়্যাল এস্টেট আইনে সালিশ ও জমি জমা সংক্রান্ত সালিশ সহ নানা বিষয়ে সালিশ এর গুরুত্ব বেড়েছে। অনেকেই জানেন না সালিস ও মেডিয়েশন এর পার্থক্য কি? ADR এর গুরুত্ব কি? পদ্ধতিগত ত্রুটির কারনে বা শালিশ বিচার এর ওপর উপযুক্ত প্রশিক্ষণের অভাবে সূন্দর ব্যবস্থাটি অচল হয়ে আছে। অথচ এর মাধ্যমে কম সময়ে, কম খরচে বিরোধ নিষ্পত্তি করা যায়। গ্রন্থ প্রণেতা এখানে বিষয়টির ওপর জোর দিয়েছেন। লেখক একজন সমাজ সচেতন মানুষ, প্রতিবাদী কন্ঠ। আইনের জগতে দূর্বৃত্তায়নের বিরুদ্ধে সোচ্চার কন্ঠ। মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই।