চট্টগ্রাম প্রতিনিধি- মোঃ আবদুল আলী- চট্টগ্রাম কালচারাল একাডেমি সাগরিকা জোন অন্তর্ভুক্ত শিকড় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্টজনদের সন্মানে মাহে রমদানের তাৎপর্যশীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার ২১ মার্চ বিকাল ৫ টায় নগরের ইপিজেড থানা এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিকড় সাংস্কৃতিক সংসদের সভাপতি সংগীত শিল্পী জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিসিএ নির্বাহী পরিষদ সদস্য
অধ্যক্ষ আরিফ বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিসিএ নির্বাহী পরিষদ সদস্য বিশিষ্ট নাট্যকার জনাব এনামুল হক, সাংস্কৃতিক সংগঠক ও সংগীত শিল্পী জনাব ওসমান গনি, সিসিএ সাগরিকা জোনের সেক্রেটারি জনাব সাইদুল ইসলাম ও সিসিএ নীহারিকা জোনের সেক্রেটারি জনাব জাকির হোসেন।
শিকড়ের সেক্রটারী শিল্পী আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন,
জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের শিখানো ইসলামি সংস্কৃতির ব্যবহার এর মাধ্যমে সকল অপসংস্কৃতি দূরীকরণ করার চেষ্টা করতে হবে, তারা বলেন, ইসলামী সংস্কৃতি আমরা শিখতে পেরেছি নবী-রাসূলগণ আগমনের পর থেকে জিব্রাইল আলাইহিস সাল্লাম এর মাধ্যমে কৌশলগত উপস্থাপনা এবং উপস্থিত হওয়ার মাধ্যমে। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন ছোট ছোট ছেলেমেয়েরা কালা আল বাদরু আলাইনা এই নাতে রাসুলের মাধ্যমে নবীকে বরণ করে দিয়ে আমরা ইসলামী সংস্কৃতির ইসলামী গানের সূচনা পাই। বক্তারা ইসলামী আন্দোলনের সাথে ইসলামী সংস্কৃতি আন্দোলনের গুরুত্ব ও ভূমিকা নিয়ে আলোচনার পাশাপাশি পবিত্র রমজানুল মোবারক থেকে যথাযথ তাকওয়া অর্জনে একাগ্র হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানকে সংগীত পরিবেশনের মাধ্যমে প্রানবন্ত করে তুলেন শিকড় সাংস্কৃতিক গোষ্ঠীর বিশিষ্ট শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, শিল্পী সাইদুর রহমান জীবন, মইনুদ্দিন, সওকত হোসেন,আল আমিন, আকবর হোসেন ও ফরিদ উদ্দিন সহ প্রমূখ।