সাংবাদিকতা এক মহান পেশা সৎ ভাবে সাংবাদিকতা করুন- সাংবাদিক কামরুল হুদা
চট্টগ্রাম প্রতিনিধি- মোঃ আবদুল আলী- এসএম টিভি,র সার্বিক পরিচালনায় জাতীয় সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল আজ ২৫ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে এসএম টিভি'র প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবু মূসার সভাপতিত্বে ও দেশ বিদেশ ২৪ এর সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল এর পরিচালনায় আগ্রাবাদস্থ সকাল সন্ধ্যা কমিউনিটি হলে ইফতার মাহফিল সম্পূর্ণ হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদা। তিনি বলেন সাংবাদিকতা একটি মহান পেশা। এতে চোট করে দেখার কিছু নেই, আজকে খুদ্র আগামীতে বৃহৎ আকারে ধারন করবে। সাংবাদিকদের নৈতিকতা থাকতে হবে। আপনি সৎ থাকলে সবাই আপনার বিপক্ষে গেলে ও আপনার কাছে পরাজিত হবে। সাংবাদিকতার আদর্শ ধারণ করে জীবন পরিচালনা করুন।
এতে উপস্থিত থাকেন- দেশ বিদেশ ২৪ এইচ এম ইব্রাহিম, গোয়েন্দা ডায়রী চট্টগ্রাম ব্যরোচীফ মোঃ হোসেন মিন্টু, দৈনিক যায়যায় কাল ব্যরোচীফ কেফায়েত উল্লাহ কায়সার, দৈনিক ভোরের ডাক দৈনিক কামাল উদ্দিন, মনিরুল ইসলাম, দৈনিক ভোরের সময় কফিল উদ্দিন, এসএমটিবি মোঃ আবদুল আলী, দৈনিক জনবানী হৃদয় বড়ুয়া, দৈনিক শাহ আমানত রেজাউল করিম, একুশে বানী মোহাম্মদ হায়দার জীবন, রাজু আক্তার, প্রতিদিন সংবাদ কাজী জাহাঙ্গীর আলম ও দৈনিক চট্টগ্রাম শামসুল আলম রানা প্রমুখ।