জি নিউজ টোয়েন্টিফোর ডেস্ক -বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরিয়ত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ (৪ এপ্রিল) শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে কামরাঙ্গীরচর নুরিয়া মাদ্রাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘ ধরে চিকিৎসাধীন ছিলেন।খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তার জানাজার সময় এখনও নির্ধারণ হয়নি।আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ছিলেন যুগশ্রেষ্ঠ বুজুর্গ মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট ছেলে।বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
তিনি একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ছিলেন।মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, জামিয়া নুরিয়া ইসলামিয়ার পরিচালক এবং আম্বরশাহ শাহি জামে মসজিদের প্রধান খতিব ছিলেন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.