মাস্টার কামাল
(সাব-এডিটর,চট্টগ্রাম ):
-------------------------
বহুল প্রচারিত ও প্রকাশিত জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো অফিস চট্টগ্রামস্থ উত্তর কাট্টলীতে সাংবাদিক শাহিন মনজুরের সভাপতিত্বে ও সাংবাদিক মাষ্টার এম.কামাল উদ্দিন এর সঞ্চালনায় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্ভোদন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন-জাতীয় সাপ্তাহিক অন্যায় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান জনাবা বীথি মোস্তফা উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শহিদুল ইসলাম চৌধুরী দুল দুল।
প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে বলেন- সকল সাংবাদিক একে অপরের বিরুদ্ধে সমালোচনা না করে ঐক্যের মাধ্যমে নিজ ও দেশ-বিদেশের কল্যাণে কাজ করতে হবে,মনে রাখতে হবে সাংবাদিকরা জাতির বিবেক আমাদের লেখনী জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক অবিচারিত অসহায় জনগোষ্ঠীর পক্ষে ও অন্যায় দূর্ণীতি স্বজনপ্রীতির বিরুদ্ধে। উদ্ভোদক হিসেবে সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী বলেন-বিশ্বের মানবতার এই ক্রান্তিলগ্নে আজ মজলুম ফিলিস্তিনের সর্বস্তরের জনগন আগ্রাসন ইসরায়েল কাছে বড় অসহায় বিশ্ব তাকিয়ে দেখছে,যাদের কাছে ক্ষমতা আছে তারাই নিরবতা পালন করছে এটা এক ভীবিশিখাময় অনুভীতি! আমাদের সত্যের কলম দিয়ে সকল অন্যায় অবিচার দূর করার আহবান জানিয়ে তার বক্তব্য শেষ করেন। এতে আরো বক্তব্য রাখেন-সাংবাদিক মোঃ লিপটন,সাংবাদিক ওয়াসিম রুবেল,সাংবাদিক জাফর ইকবাল,সাংবাদিক কাজী জসিম উদ্দিন ও অন্যান্য অতিথিবৃন্দ। পরিশেষে বিশেষ মুনাজাত ও উপস্তিত সকলকে সভাপতি মিষ্টি মূখ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।