চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা আজ সকাল ১১টায় নগরীর আগ্রাবাদে অস্হায়ী কার্যলয়ে সংগঠনের সভাপতি সৈয়দ আবু মুছা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল,সিনিয়র সহ-সভাপতি মো. কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী প্রমুখ।
সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও বিভিন্ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।