গতকাল ১২/০৪/২০২৫ইং তারিখ 'চট্টগ্রাম জেলা প্রেসক্লাব'র এক মতবিনিময় সভা সেক্রেটারী এম.কেফায়েত উল্লাহ কায়সার এর সঞ্চালনায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এস.এম.আবু মুসা সাহেবের সভাপতিত্বে আগ্রাবাদস্থ সকাল-সন্ধ্যা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।এতে সংগঠনের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন-সহ সভাপতি সাংবাদিক কাজী জিয়া উদ্দিন সোহেল সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম.কফিল উদ্দিন লিটন,সহসভাপতি সাংবাদিক মোঃ কামাল উদ্দিন,সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম(দৈনিক পূর্ব দিগন্ত) ,সাংবাদিক মোঃ রফিক(দৈনিক ভোরের চেতনা) সাংবাদিক মোঃ লিপটন(গ্রামীন সংবাদ সংস্থা),সাংবাদিক এম.খেফায়েত উল্লাহ আরকান(দৈনিক একুশে সংবাদ) ও অন্যান্য অতিথি নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন-দেশের ও দশের কল্যাণে চট্টগ্রাম জেলা প্রেসক্লাব আজ নিরলসভাবে কাজ করে চলেছে, আগামীতে এই প্রেসক্লাব সকল অবহেলিত অবিচারিত সাংবাদিক সমাজকে নিয়ে সত্যের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।পরিশেষে সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।