গতকাল ১৩ এপ্রিল ২০২৫ রবিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম কদমতলী সুলতান মার্কেটে ৩য় তলায় মেসার্স আল্লাহ দান ট্রান্সপোর্ট সার্ভিস কনফারেন্স হল রুমে চট্টগ্রামস্থ সেনবাগ ফোরামের উপদেষ্টা জনাব হারুনের রশিদ দিদার এর সভাপতিত্বে আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভা পরিচালনা করেন চট্টগ্রামস্থ সেনবাগ ফোরামের সদস্য সচিব মোঃ আবদুল আলী। এতে আলোচনা করেন ফোরামের আহবায়ক মোঃ নজরুল ইসলাম খোকন, ফোরামের সহসভাপতি মোঃ খুরশিদ আলম ও ফোরামের সহসভাপতি মোঃ জহিরুল ইসলাম।
উক্ত সভায় সিদ্ধান্ত গৃহিত হয়:
১. সদস্য বৃদ্ধি - ফোরামের আজীবন সদস্য ফি ১ হাজার টাকা
2. ডোনার সদস্য ফি সর্বনিম্ম ১০ হাজার টাকা
3. বিশিষ্ট জনদের সাথে যোগাযোগ
4. পরিকল্পনা প্রন্নয়ন
5. ইউনিয়ন ও পৌরসভা গঠন
বিবিধ- উক্ত এজেন্ডা আলোচনা শেষ করে আর কোন বিষয় না থাকায় সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে পোগ্রাম সমাপ্তি ঘোষণা করেন।