স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম জেলা আইনজীবিদের ভোটাধিকার হরনের প্রতিবাদে আজ ১৬ এপ্রিল বুধবার সাধারণ আইনজীবিরা চট্টগ্রাম কোর্টে ও চেম্বারে কালো মাক্স পরিধান করার মাধ্যমে নিরব প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
প্রতিবছর নির্দিষ্ট সময়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেও এই বছর বিএনপি – জামাতপন্থী আইনজীবীদের হিংস্রতার স্বীকারে সাধারন আইনজীবীগন ভোটাধিকার প্রয়োগ করতে পারে নি। নির্বাচন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় অংশ গ্রহনেও বাধা দেওয়া হয় এবং বিএনপি জামায়াত ব্যতীত কাউকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেওয়া হয় নি। যা ১৩২ বছরের ইতিহাসের রেকর্ড ভাঙলো বিএনপি ও জামায়াতের আইনজীবীরা। তারা নিজেরা নিজেরদের মতো করে অটো কমিটি গঠন করে। যা চট্টগ্রাম বারের ইতিহাসে একটা কালো অধ্যায় বলে আখ্যায়িত করেন সাধারণ আইনজীবীরা ।
তাই আজ সারাদিন কর্মসহলে সাধারণ আইনজীবীরা কালো মাক্স পরিধান করে তীব্র নিন্দা জানিয়ে নিরব প্রতিবাদ ও ধিক্কার জানান।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.