=====এম.কামাল উদ্দিন(নিউজ এডিটর) : চট্টগ্রাম কাট্টলী সার্কেল ভূমি অফিস ও পরিবেশ অধিদপ্তর সংলগ্ন রাস্তা ভেদ করে ওয়াসার পাইপ লাইন থেকে অজস্র ধারায় পানি বের হচ্ছে যা উপরোক্ত সরকারী অফিসে ও রাস্তা পারাপারে জনসাধারন ভোগান্তিতে পড়ছে। আশে পাশের লোক জনকে এর কারন জানতে চাইলে তারা কোন সদত্তোর দিতে পারেনি। বর্তমানে গ্রীষ্মের তাপ দাহে শহুরে জীবন একেবারে অতিষ্ঠ তার উপর পানির চাহিদামত সরবরাহে ওয়াসা হিমসিম খাচ্ছে কিন্তু নগরের এই রকম অনেক জায়গায় এভাবে পানির পাইপ ছিদ্র হয়ে পানির অপচয় হয় যা ওয়াসার নজরে আসে না। বিষয়টি গুরুত্বসহকারে নজরদারীতে রাখা একান্ত জরুরী মনে করছে জনসাধারন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.