চট্টগ্রাম প্রতিনিধি : মোঃ আবদুল আলী- আগামী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন চত্বরে শ্রমিক সমাবেশ ও র্যালীর আয়োজন করা হয়েছে। সমাবেশ ও র্যালী বাস্তবায়নে আজ বাদ মাগরিব মহানগরীর কার্যালয়ে কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরীর পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি এস এম লুৎফর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে , শ্রমিকদের সমস্যার সমাধানের পাশাপাশি নৈতিক আদর্শে গড়ে তোলার একমাত্র শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
তিনি বলেন, আগামী ১ মে শ্রমিক দিবস উপলক্ষ্যে সকাল ৭টা ৩০ মিনিট পুরাতন রেল স্টেশন চত্বরে শ্রমিব সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত শ্রমিক সমাবেশ ও র্যালী সফল করতে শ্রমিক জনতাকে আহবান জানান।
প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি নজির হোসেন, মকবুল আহমদ ভূইয়া, ইঞ্জি: শিহাব উল্লাহ, অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, মুহাম্মদ হামিদুল ইসলাম,মুহাম্মদ নুরুন্নবী, স.ম. শামীম, মাও: জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম মজুমদার, ইঞ্জি: সাইফুল ইসলাম প্রমূখ।