চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার ১০ জুলাই প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, আমরা ১০ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তাবনা দিয়েছিলাম। মন্ত্রণালয় ১০ জুলাই সায় দিয়েছে।
গত ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ৮ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৩ মে।