মোঃ আবদুল আলী
চট্টগ্রাম প্রতিনিধি:
স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের এক বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বীর চট্টলার ১২ জন শহীদের আত্মত্যাগের স্মরণে আজ ৫ই আগস্ট বীর চট্টলার মাটিতে বৃক্ষরোপণ কর্মসূচী পালনে করে বাকলিয়া থানা ছাত্রদল নেতৃবৃন্দরা।
শহীদদের স্মরণে বাকলিয়া বিভিন্ন স্থানে চারাগাছ রোপণ করা হয়। এতে বাকলিয়া থানা ছাত্র দলের নেতা মোঃ শহিদুল হক সজিব বলেন বেশি গাছ রোপণ করে শহীদরা যেমন দেশকে ও দেশের মানুষকে দূষণমুক্ত করতে নিজেদের জীবন দিয়েছিলেন ঠিক তেমনি এই গাছগুলোকে সঠিক পরিচর্যার মাধ্যমে পরিপক্ব হয়ে এই দেশের মানুষদের জন্য বাতাসকে করবে দূষণমুক্ত ।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা ছাত্রদলের নেতৃবৃন্দ মোঃ ইবনে সিনা চৌধুরী নাইস, মোঃ আরমুন খান, মোঃ শোয়েব, মোঃ ফারুক, মোঃ সাদমান চৌধুরী, মোঃ মাসুদ, মোঃ সাইফুল, মোঃ আরিফ, মোঃ সুজন ও সাবেক ছাত্রদল নেতা মো: ওসমান গণি প্রমূখ।