রাউজান থানাধীন ঐতিহ্যবাহী বৌদ্ধপল্লী উত্তর গুজরায় শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে শতাধিক ফানুস উত্তোলন উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী এই আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন উত্তর গুজরা সীবলী সংঘ। বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, একুশে পদকপ্রাপ্ত মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের জন্মভূমি উত্তর গুজরা (ডোমখালী) গ্রামে এ অনুষ্ঠানে সকালে ছিল নানাবিধ ধর্মীয় ও সামাজিক কর্মসূচি। সকাল ৮টায় বিশ্ব শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন এবং বিহারাধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাস্থবিরকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া আয়োজনে অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণের পাশাপাশি সন্ধ্যায় চিত্রশিল্পীদের আঁকা বুদ্ধের আকৃতি ধারণ করা নান্দনিক শতাধিক ফানুস উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উত্তর গুজরা বুদ্ধ পরিনির্বাণ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ বুদ্ধ পূজা এবং অত্র গ্রামের ফ্রান্স প্রবাসীদের অর্থায়নে সকলের জন্য মধ্যাহ্ন ভোজ ও পানীয় বিতরণের ব্যবস্থা করা হয়।
উত্তর গুজরা সীবলী সংঘ পরিচালনা কমিটি ও সদস্যবৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় এবং উত্তর গুজরা বুদ্ধ পরিনির্বাণ বিহার পরিচালনা কমিটি ও স্থানীয় দায়ক-দায়িকাবৃন্দের সহায়তায় অনুষ্ঠান সম্পন্ন হয়।