মো. আবদুল আলী
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা নবজাগরণ সংঘ কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর ( শনিবার) বেলা ৩টায় উত্তর গোরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাবেক সভাপতি
হাফেজ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. আবদুল কাইয়ুম মাসুদ,
প্রধান অতিথি ছাত্র-ছাত্রী উদ্দেশ্যে বলেন, “শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে নিজেদের জীবন গঠন করতে হবে। আজকের এই বৃত্তি শিক্ষা জীবনের সূচনা মাত্র, অধ্যবসায়ের মাধ্যমে তোমরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে”। তিনি নবজাগরণ সংঘের প্রশংসা করে বলেন, “সংগঠনটি শিক্ষা বিস্তারে যে ভূমিকা রাখছে তা নি:সন্দেহে অনুকরণীয়”।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি সেনবাগ জোনাল এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মিনারুল ইসলাম।
এ দিকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন “সুন্দর সমাজ গঠনে সকলের সচেতনতা অপরিহার্য। বিদ্যুৎ অপচয় রোধে প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে”।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জে এন্ড জে ট্রেড ইন্টারন্যাশনাল এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. মামুনুর রশিদ পাটোয়ারী, গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. শাহজালাল, ডিএক্সএন কোম্পানির ডিইউএমএস ডায়মন্ড হাকীম জিয়া পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা সাহেব উল্যাহ, সাবেক শিক্ষক আলহাজ্ব আবুল কাশেম, সমাজসেবী ও ব্যবসায়ী মো. সহিদ উল্যাহ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন, জিরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, দক্ষিণ মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাজিম উদ্দিনসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী আকবর সোহাগ, মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, মো. মাসুম, মো. আবু নাঈম বাবু, মো. মোতাহের হোসেন বাবু, মোহাম্মদ আলাউদ্দিন, মো. মুন্না, মো. শরীফ, মির্জা মোহাম্মদ আবু সুফিয়ান, মোহাম্মদ জাবেদ, মোঃ রিফাত, মো. তাসফির ও মোহাম্মদ মেহরাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
৫নং অর্জুনতলা ইউনিয়নের প্রাথমিক পর্যায়ের ৩য় থেকে ৫ম শ্রেণি ও মাদ্রাসা পর্যায়ের ৩য় শ্রেণির মোট ৪৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
পরে অতিথি বৃন্দ এক এক করে সকল বিজয়ী শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও বৃত্তির টাকা তুলে দেন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.