
এম.কামাল উদ্দিন(বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম):
অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি’র (সমাজ সেবা নিবন্ধন নং২৮৭৯) নির্বাচন প্রায় ২২বছর পর হতে চলেছে। এতে দুটি প্যানেলে ৩০জন ও ০২জন স্বতন্ত্র প্রার্থী।এতে একটি প্যানেল সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ ব্যানারে সভাপতি ফজল আহমদ হারুন ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ সহ ২১টি পদে প্রার্থী হয়েছে অপরদিকে শাহী জামে মসজিদ শপিং কমপ্লেক্স ব্যবসায়ী ঐক্য ও সংস্কার পরিষদ ব্যানারে সভাপতি মোঃ আনোয়ার হোসেন তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ সহ ০৯পদে প্রার্থী হয়েছে ন।তবে স্বতন্ত্র সভাপতি পদপ্রার্থী হয়েছে মোঃ সোহেল রানা প স্বতন্ত্র সদস্য পদপ্রার্থী মোঃ নাছির। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ ইউনুচ,অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজ কল্যান সম্পাদক ওবাইদ হোসাইন সিদ্দিকী। সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলে ২১টি পদে প্রার্থী হয়েছেন-১)সভাপতি ফজল আহমদ হারুন,২)সনিয়র সহ সভাপতি বদিউলের আলম সৌরভ ৩)সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ (বিনা প্রতি:নির্বচিত) ৪)সহ সভাপতি যথাক্রমে -এস.এম শাহেদুল ইসলাম, ৫)এস.এম.আরিফ চৌধুরী, ৬)হাফেজ আবুল হাসান,৭)যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম আজাদ,৮)সহ সাধারণ সম্পাদক পদে যথাক্রমে মোঃ জসিম উদ্দিন সরকার, ৯)জহির রায়হান,১০)মো: জসিম উদ্দীন,১১)অর্থ সম্পাদক পদে আবুল কালাম আজাদ(বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত),১২)সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আজিজ উদ্দিন,১৩)দপ্তর সম্পাদক পদে
বাবু অনুপ কুসুম চৌং,১৪)প্রচার সম্পাদক পদে মোঃ এরশাদ,১৫)সমাজ কল্যান সম্পাদক পদে ওবাইদ হোসাইন সিদ্দিকী (বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত),১৬)কার্যকরী সদস্য পদে যথাক্রমে সালাহ উদ্দিন, ১৭) বশির উদ্দিন, ১৮)সরওয়ার আলম সিদ্দিকী, ১৯)হাফেজ রফিকুর রহমান দেওয়ান,২০)ইয়াছিন আরাফাত,২১)নকিব মাহমুদ সালেহ।অন্যদিকে শাহী জামে মসজিদ শপিং কমপ্লেক্স ব্যবসায়ী ঐক্য ও সংস্কার পরিষদ প্যানেলে ০৯টি পদে প্রার্থী হলেন-১)সভাপতি মোঃ আনোয়ার হোসেন তালুকদার, ২)সিনিয়র সহ সভাপতি আ.ন.ম ইলিয়াছ,৩)সহ সভাপতি নিজাম উদ্দিন, ৪)যুগ্ন সাধারণ সম্পাদক আবু ছালেহ,৫)সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান,৬)সাংগঠনিক সম্পাদক কায়ছার হামিদ রিয়াদ,৭)প্রচার সম্পাদক মোঃ এনামুল হক,৮)দপ্তর সম্পাদক মোঃ আইয়ুব খান, ৯)কার্যকরী সদস্য নুরুল আমিন।০১জন স্বতন্ত্র সদস্য পদপ্রার্থী মোঃ নাছির। মোট ভোটার সংখ্যা ২৩১জন।উল্লেখিত মার্কেটে যারা ভাড়াটিয়া দোকানদার হিসেবে ব্য বসা করছে তারা প্রত্যেকে ভোটার নির্বাচনে ভোট দিতে পারবে তবে নির্বাচনে প্রার্থী হতে পারে না অন্যদিকে যারা মার্কেটে প্রকৃত দোকানদার বা এলোটি তারাই কেবল নির্বাচনে প্রার্থী হতে পারে এবং ভোটও দিতে পারে। এই আইনটি ব্যবসায়ীরা কালো আইন বলে মন্তব্য করছে যা সত্যিকার ব্যবসায়ীদের জন্য হানিকর। তাই তারা এই আইন বাতিল করার জন্য ভবিষ্যৎ নির্আাচিত নিকট জোর দাবী জানান।দীর্ঘ ২২বছর পর আগামী ২৭শে অক্টোবর সোমবার প্রতিক্ষিত নির্বাচনে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্র রোগের মাধ্যমে তাদের দীর্ঘ দিনের ব্যবসায়ী সমস্যা লাগবে যোগ্য প্রার্থী নির্বাচিত করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.