
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, স্ট্রোক এখন বিশ্বের অন্যতম প্রাণঘাতী রোগ। প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে স্ট্রোকে আক্রান্ত হন। অথচ এর বেশিরভাগ ঝুঁকি আমাদের নিয়ন্ত্রণাধীন।
সোমবার (২৭ অক্টোবর) বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি একথা বলেন।
মেয়র প্রধান অতিথির বক্তব্যে বলেন, নিয়মিত ব্যায়াম, লবণ ও তেল-চর্বিজাত খাবার সীমিত করা, ধূমপান ও অ্যালকোহল পরিহার, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। প্রতিরোধই চিকিৎসার আগে সবচেয়ে কার্যকর ব্যবস্থা।
তিনি আরও বলেন, আজকের এই দিবস আমাদের মনে করিয়ে দেয়—স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। প্রতিটি মানুষেরই স্ট্রোকের প্রাথমিক লক্ষণ সম্পর্কে জানা জরুরি। সময়মতো চিকিৎসা না পেলে মস্তিষ্কের কোষ নষ্ট হয়ে স্থায়ী পক্ষাঘাত বা মৃত্যুও ঘটতে পারে। তাই ‘গোল্ডেন আওয়ার’ বা প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই চিকিৎসা নিলে অনেক জীবন বাঁচানো সম্ভব।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নাগরিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে। নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোর মাধ্যমে জনগণকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ গ্রহণে উৎসাহিত করা হচ্ছে।
তিনি স্ট্রোক প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তাসলিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রব, নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. আবদুস সাত্তার, অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির, ডা. মাহমুদুর রহমান, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. মোহাম্মদ মুছা মিয়া, ডা. সানাউল্লাহ শামীম, ডা. মাহফুজুর রহমান, ডা. ইমরোজ উদ্দিন, ডা. মোহাম্মদ ইসমাইল, ডা. ইমরান হোসেন এবং ডা. সিরাজুম মুনির অহি প্রমুখ।
ছবির ক্যাপশন:
চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনকালে বক্তব্য রাখছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.