
মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহযোগিতায় পাঁচদিন ব্যাপী চুকবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা যুব উন্নয়ন অফিসার ও তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব মো. ইসমাইল ভূইয়ার সভাপতিত্বে চুকবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহবায়ক এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই- জান্নাত।
এই সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহমুদুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহিদ হাসান মানু, পৌর প্রশাসনিক কর্মকর্তা শ্যামল কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চুকবল একটি দলভিত্তিক খেলা, যা শারীরিক সক্ষমতা, মানসিক একাগ্রতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে হবে। তাদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সহযোগিতার মনোভাব জাগিয়ে তুলতে হবে। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি ইতিবাচক বিনোদনের সুযোগ সৃষ্টি করবে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিদিন কালীগঞ্জ পাইলট স্কুল মাঠে বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের প্রশিক্ষক আব্দুর রব মিঠু আগামী রোববার (২ নভেম্বর) পর্যন্ত প্রশিক্ষণ দিবেন। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন উপজেলার ৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.