1. admin2@dailysmtv24.com : admin :
  2. admin@dailysmtv24.com : admin :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

পরামর্শ সভায় বিশিষ্ট নাগরিকবৃন্দ – আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে বিশ্ব ঐতিহ্যের স্বারক হিসাবে সংস্কারও পুনঃ নির্মান করা হবে 

Coder Boss
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০ Time View

 

: প্রায় সাড়ে চার শত বছর বছর পুর্বে ১৬৬৭ সালে ১০৭৮ হিজরি আমলে নির্মিতব্য শায়েস্তা খাঁর আমলে নির্মিত আন্দরকিল্লা শাহী জামে মসজিদ শুধু বাংলাদেশের নয় এটা বিশ্ব ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। প্রতিষ্টালগ্ন থেকেই এ মসজিদের ১৪ জন আওলাদে রসুল (সঃ)খতিবের দায়িত্ব পালন করেন। সর্বশেষ বর্তমান খতিব আল্লামা আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী হুজুর পাক (সঃ) এর ৩১ তম আওলাদ।
প্রাচীনতম মসজিদটিকে জনসাধারণ বুজুর্গ মসজিদ নামে ও অবহিত করেন,
মসজিদের শিলা লিপিতে ফার্সি ভাষায় মসজিদের নাম লিখা আছে- সানিয়ে ‘ কাবা বা দ্বীত্বিয় কাবা, এ মসজিদের সংস্কারের ধর্মপ্রান মুসলমানদের হৃদয়ে খোদিত এক আধ্যাত্মিক ঐতিহ্য – শ্রদ্ধ্ব্য গৌরব ও ভালোবাসার প্রতীক।

আন্দরকিল্লা শাহী জামেমসজিদ পুননির্মাণ ও সংস্কার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গতকাল সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,মুগল আমলে এটি ছিল চট্টগ্রামে ইসলামি শিক্ষা ও ধর্মীয় প্রচারের কেন্দ্র। মুসলিম বিজয়ের স্বারক হিসেবে নির্মিত হওয়ায় এটি চট্টগ্রামের মুসলমানদের আধ্যাত্মিক গৌরবের প্রতীক।
মসজিদটি মোগল প্রত্নশৌলীর অনন্য নিদর্শন।
শাহী জামে মসজিদ দেশের ধর্মীয় সংহতি ও সামাজিক সম্পৃতির প্রতিক।
দুরদুরান্ত থেকে মুসলিমরা ছুটে আসে এ মসজিদে নামাজ পডতে সবার বিশ্বাস এটা দোয়া কবুলের মসজিদ।
তিনি মসজিদের নির্মাণ ও সংস্কার কাজে সরকারের পাশাপাশি চট্টগ্রামের বিশিষ্ট জনদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন।
মানবাধিকার আইনবিদ ও মুসল্লি কমিটির সহ সম্পাদক জিয়া হাবীব আহসান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মুসল্লী পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান চৌধুরী সাবেক এমপি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে সিটি মেয়র ডা শাহাদাৎ হোসেন, এডিএম সৈয়দ মাহবুবুল হক, ইসলামিক ফাউণ্ডেশন এর ডিজি আব্দুস সালাম খান,দৈনিক আজাদী সম্পাদক আলহাজ্ব এম এ মালেক, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম,মুসল্লী কমিটির সভাপতি সালাহউদ্দিন কাসেম খান, সিএমপি কমিশনারের প্রতিনিধি ডিসি সাউথ মো: আলমগীর হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে সাবেক সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী শাহ মো: আখতার উদ্দিন,মুসল্লি কমিটির সিনিয়র সহ সভাপতি মওলানা আলহাজ্ব মো হেলাল উদ্দিন, শিল্পপতি ও কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান, প্যাসিফিক জিন্সের সৈয়দ তানভীর আহমদ,ডায়মন্ড সিমেন্টের আলহাজ্ব এম এ হাকিম, স্মার্ট গ্রুপের মোস্তাফিজুর রহমান প্রমূখ সহ চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকবৃন্দ।
এ মসজিদটি অযত্নে অবহেলায় বর্তমান বিপদ জনক অবস্থার এখনো দোতলায় তালা মেরে রাখা হয়েছে – বিপদজনক বিধায় সম্প্রতি সরকারের ধর্ম মন্ত্রণালয় ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদ এর যৌথ উদ্যোগে মসজিদটি পুনঃনির্মাণ ও সংস্কার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে অদ্য সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকদের এক এক মতবিনিময় সভার আয়োজন করে- ইসলামিক ফাউণ্ডেশন ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও মুসল্লী পরিষদ মসজিদের খতিব ইসলামিক ফাউণ্ডেশনের গভর্ণর আওলাদেে রসুল (সঃ) হযরত স্যাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানীর সভাপতিত্বে অনুষ্টিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় ধর্ম উপদেষ্টা প্রফেসর ড আ ফ ম খালিদ হোসেন।অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে নির্মিতব্য মসজিদের ডিজাইন প্রদর্শন করে এইজ এন্ড এজ আর্কিটেক্ট স্টুডিওর আরকিট্যাক্টগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss