
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ধ্রুবতারা কনভেনশন হলে আজ ২৩ নভেম্বর বিকেল চারটায় ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দুর্নীতি প্রতিরোধে যৌথ উদ্যোগের আহ্বান জানান।
চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আবু মুসা বিশেষ কারনে সিলেট অবস্হান করায়, সিনিয়র সহসভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাদা কাগজ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার।
প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই নিউজের সম্পাদক ও ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই’ সংগঠনের আহ্বায়ক মো. নিয়ামত আলী। তিনি বলেন, “দুর্নীতি রোধে সমাজের প্রতিটি স্তরের সক্রিয়তা জরুরি। মিডিয়া এ ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।”
সভায় বক্তব্য দেন সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সংগঠনিক সম্পাদক ও ভোরের চেতনার চট্টগ্রাম ব্যুরো প্রধান কফিল উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশ–এর সহসম্পাদক এস এম গিয়াস উদ্দিন সম্রাট, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও প্রেস ক্লাব সদস্য লায়ন এম এ ইউসুফ, এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম–৩ আসনের এমপি পদপ্রার্থী আতাউর রহমান নুর, এবি পার্টির চট্টগ্রাম–১১ আসনের প্রার্থী তৌহিদ হোসেন রাকিন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সহসম্পাদক নাসরিন আক্তার, সমাজসেবক মো. আরাফাত, সুপ্রিম পার্টির এমপি প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী দুলদুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আসাদুর রহমান, মো. আমিনুল ইসলাম মামুন, মো. আবদুর রহমান, মো. মফিজ উদ্দিন, সফিকুর রহমান, মো. অলিউল্লাহ, মো. জীবন চৌধুরী, সাংবাদিক মোবারক হোসাইন, মো. জাহাঙ্গীর রুমেন চৌধুরী, কার্তিক প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতিবিরোধী একটি শক্তিশালী সামাজিক আন্দোলনই দেশকে ন্যায় ও স্বচ্ছতার পথে এগিয়ে নিতে পারে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.