চট্রগ্রাম জেলা প্রেস ক্লাব আয়োজিত * দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই * নিয়ে সাংবাদিক রাজনীতিবিদদের অংশগ্রহণ অনুষ্ঠানে * ক্লাবের প্রধান উপদেষ্টা ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজ DUAN সম্পাদক অনুষ্ঠানের প্রধান অতিথি আলী নিয়ামত বক্তব্য রাখছেন! *বিএনপি *এবি পার্টি * গণঅধিকার পরিষদ সহ অন্যান্য পার্টির প্রতিনিধি এতে উপস্থিত থেকে ** দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই ** স্লোগানের সাথে একাত্মতা ঘোষণা দেন! প্রায় অর্ধশত সাংবাদিক এতে উপস্থিত ছিলেন। ### উল্লেখ্য, বিকেল ৪ টা থকে রাত ৭ টা পর্যন্ত মত বিনিময় সভায় সবাই উপস্থিত ছিলেন #### ২৩ নভেম্বর ২০২৫ * আগ্রাবাদস্থ উপহার কমিউনিটি সেন্টারে! #### অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সাদা কাগজ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার এবং সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সভাপতি লায়ন জিয়া উদ্দিন সোহেল * টেলিফোনে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানান চট্রগ্রাম জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মুসা ####DUAN