কিডনি রোগী কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা ২৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় মোমিন রোডস্থ দৈনিক আজাদী ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ও দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক জনাব ওয়াহিদ মালেক।
সংস্থার অর্থ সম্পাদক সাংবাদিক মোঃ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও মানবাধিকার নেতা এডভোকেট জিয়া হাবিব আহাসান, সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ওবায়দুল হক মনি এবং কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশে কিডনি রোগের উন্নত চিকিৎসা থাকলেও ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা হতদরিদ্র রোগীদের জন্য বড় চ্যালেঞ্জ। জনসচেতনতা বৃদ্ধি এবং সর্বজনীন সহযোগিতা ছাড়া কিডনি রোগীর চিকিৎসা নিশ্চিতে সফলতা অর্জন সম্ভব নয়।
সভা শেষে এডভোকেট জিয়া হাবিব আহাসানের জন্মবার্ষিকীতে সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।