বিএনপি চেযারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
বাংলাদেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের সকল চ্যালেঞ্জ অদম্য সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন। দেশে ও জাতির জন্য তাঁর অবদান ও সংগ্রাম আমাদের স্মৃতিতে চিরজাগ্রত থাকবে আর তাঁর জীবন —ধৈর্য্য, দৃঢ়তা, জনসেবার ও মহত্বের শিক্ষা লাভ করার অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।
চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। শোকার্তে:
সভাপতি, সিজেপিসি
সাধারণ সম্পাদক, সিজেপিসি