
মোঃ রবিউল ইসলাম মিনাল: ৷ গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি:
২১ জানুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে তাদের নির্বাচনী প্রতীক তুলে দেন।
প্রার্থীদের বরাদ্দকৃত প্রতীক
এই আসনে এবার মূল লড়াইয়ে থাকছেন চারজন প্রার্থী। তাদের বরাদ্দকৃত প্রতীকগুলো হলো
প্রার্থীর নাম রাজনৈতিক দল বরাদ্দকৃত প্রতীক
শরীফ উদ্দীন বিএনপি ধানের শীষ
মুজিবুর রহমান জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা
আব্দুর রহমান এবি পার্টি ঈগল
মির মো. শাহজাহান গণ অধিকার পরিষদ ট্রাক
কাল থেকে শুরু হচ্ছে প্রচারণা
প্রতীক বরাদ্দের সময় জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার কঠোর নির্দেশনা দেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামীকাল (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন।
রাজশাহী-১ আসনটি বরেন্দ্র অঞ্চলের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। প্রতীক বরাদ্দের পর থেকেই গোদাগাড়ী ও তানোর উপজেলার সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ছাপিয়ে শেষ পর্যন্ত কার গলায় জয়ের মালা ওঠে।
আপনি কি এই নিউজটি কোনো ফেসবুক পেজ বা অনলাইন পোর্টালের জন্য আরও ছোট বা বড় করতে চান? জানালে আমি সেভাবে এডিট করে দিতে পারব।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.