তবে কেনো এতো ঘুরাঘুরি;
তবুও ধরে রাখি স্মৃতি;
ঢংয়ে তুলি ছবি!
উপলব্ধি!
জীবন মানে কী?
জীবন অর্থ ভাবার্থ কী?
ছেড়েই যখন যেতে হবে পৃথিবী!
তবে কেনো এতো ফ্যসিবাদে মত্ত থাকি?
ছেড়ে এসেছি যা জন্ম লগ্নে আদি পিতার বাড়ি!
এই পৃথিবীতে শুধু শুধু নূরীর সন্ধানে হেঁটে চলেছি;
কবে হবে শেষ এ পথ চলা,জানতে কী পেরেছি?
প্রত্যাবর্তন করতে হবে যেখান থেকে এসেছি!
সময় নষ্ট করে জীবনের মানে খুজচ্ছি;
যতো পাচ্ছি, ততো বেশি চাচ্ছি;
না পাওয়ায় ক্ষয়ে যাচ্ছি;
আমরা লোভী!
কী হবে আলিশান বাড়ী;
মৃত্যুর পরে রবে পড়ে দামী গাড়ি;
কিছুই যাবে না সাথে কবরে, হয়ে সাথী;
তবে কেনো বৈভব পেতে এতো করি হানাহানি;
আমরা যে সর্বগ্রাসী, মনোভাব মোদের ফ্যাসিবাদী!
Leave a Reply
You must be logged in to post a comment.